ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বিনিয়োগের শর্তে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ কর ছাড়

মাহফুজুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
বিনিয়োগের শর্তে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ কর ছাড় ...

ঢাকা: কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা কনসোর্টিয়ামের কাছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২৫ শতাংশ শেয়ার বিক্রির অর্থ ৬ মাসের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ করলে ১০ শতাংশ ‘গেইন ট্যাক্স’ ছাড় পাবেন ডিএসইর শেয়ারহোল্ডাররা।

তবে এ টাকা ন্যূনতম তিন বছর বিনিয়োগে রাখতে হবে পুঁজিবাজারে। এমন বিধান রেখে এক সার্কুলার জারি করছে জাতীয় রাজস্ব র্বোড (এনবিআর)।

এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান বাংলানিউজকে বলেন, চীনা কনসোর্টিয়ামের সাড়ে ৯০০ কোটি টাকার ১০ শতাংশ গেইন ট্যাক্স ছাড়ের সার্কুলার আগামী সপ্তাহে হবে।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদিক বাংলানিউজকে বলেন, ৬ মাসের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ করলে ১০ শতাংশ গেইন ট্যাক্স মওকুফ পাবো বলে শুনেছি। তবে এখনো চিঠি হাতে পাইনি।

তিনি বলেন, এই টাকা কেবল শেয়ার কেনা-বেচার জন্য ব্যবহার করা যাবে। ব্রোকারেজ হাউজের কিংবা হাউজের পোর্টফোলিও আকার বৃদ্ধির কাজে ব্যবহার করা যাবে না।  

আমরা ছাড়ের আশায় প্রত্যেক মেম্বাররা আলাদা বিও অ্যাকাউন্ট খুলছি। টাকা একাউন্টে ঢুকলেই পুঁজিবাজারে বিনিয়োগ করবো, বলেন মোস্তাক আহমেদ সাদিক।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, তারল্য সংকটের কারণে প্রায়ই বাজারে দরপতন হচ্ছে। বাজারের তারল্য সংকট দূর করতে নির্বাচনের আগের ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ২ হাজার কোটি টাকার ফান্ড গঠনের অনুমোদন দিয়েছে কমিশন। যা আগামী সপ্তাহের মধ্যে টাকা সংগ্রহের কাজ শেষ হবে।

এরপর এই ফান্ডের ৭৫ শতাংশ কিংবা পুরো অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করবে আইসিবি। এই অর্থ পুঁজিবাজারে ঢুকলে বাজারে তারল্য সংকট দূর করতে বড় ধরনের ভূমিকা রাখবে।

গত ১২ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিয়োগের সুনির্দিষ্ট প্রস্তাবের শর্তে ১০ শতাংশ কর ছাড় দেওয়া হবে বলে ঘোষণা দেন বিএসইসি’র ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে।

বাংলাদেশ সময়: ৪৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।