ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে বড় দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
পুঁজিবাজারে বড় দরপতন

ঢাকা: একদিন উত্থানের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ অক্টোবর) দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। দিনভর সূচক পতন শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৩৩ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।  

ব্যাংক, বিমা ও আর্থিক খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন বড় দরপতন হয়েছে।

এর ফলে রোববার উভয় বাজারে সূচকের উত্থানের পর সোমবার দরপতন হলো।

ডিএসইর তথ্য মতে, সোমবার এ বাজারে ১১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৪৬৪টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৯৩ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৭৬ কোটি ৬২ লাখ ৪২ হাজার টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬১ দশমিক ৯৯ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ১৪ দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৮ পয়েন্টে। তবে ডিএস-৩০ ইনডেক্স ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৯ পয়েন্টে।
 
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের।
 
অপর বাজার সিএসইতে সার্বিক সূচক ১৩৩ পয়েন্ট কমে ১০ হাজার ৪৬ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার।  

এদিন লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২২ কোটি ১৫ লাখ ১২ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।