ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

একীভূতকরণের অনুমোদনের জন্য ইজিএম করবে কে অ্যান্ড কিউ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
একীভূতকরণের অনুমোদনের জন্য ইজিএম করবে কে অ্যান্ড কিউ

ঢাকা: একীভূতকরণের লক্ষ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের ঋণদাতা এবং শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য সভা ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, কোম্পানিটি একীভূতকরণের অনুমোদনের জন্য আগামী ১৭ অক্টোবর কোম্পানির ঋণদাতাদের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে।

একইদিন শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য রাজধানীর সুন্দরবন হোটেলে ইজিএম অনুষ্ঠিত হবে।

সি আর দত্ত রোড ঢাকা ১২০৫ এর বীর উত্তম ১১২ এর হোটেল সুন্দরবনে সকাল সাড়ে ১০টায় সভা অনুষ্ঠিত হবে। এরপর বেলা সাড়ে ১১টায় ইজিএম অনুষ্ঠিত হবে। একীভূত হয়ে কোম্পানির নাম হবে মাল্টিসোর্সিং লিমিটেড।

উৎপাদন বন্ধ থাকায় বর্তমানে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে। একইসঙ্গে কোম্পানিটি ডিএসই থেকে তালিকাচ্যুতির তালিকায়ও রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।