ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী সূচকে ঈদের ছুটিতে পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
ঊর্ধ্বমুখী সূচকে ঈদের ছুটিতে পুঁজিবাজার

ঢাকা: কোরবানির ঈদের ছুটির আগে শেষ কার্যদিবস সোমবার (২০ আগস্ট) সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন ওষুধ ও রসায়ন এবং বস্ত্রখাতের প্রায় সব শেয়ারের দাম বেড়েছে।

পাশাপাশি ব্যাংক খাতের শেয়ারের মিশ্র প্রবণতায় লেনদেন হওয়ায় সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে কমেছে লেনদেন।

এর ফলে পুঁজিবাজারে টানা চার কার্যদিবস উত্থান হলো।  

সূচক ওঠানামার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়ে চলে দুপুর পৌনে ১টা পর্যন্ত। এরপর আইসিবিসহ কয়েকটি প্রতিষ্ঠানের মার্কেট সাপোর্টের ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের বাকি সময়ের লেনদেন হয়। দিন শেষে ডিএসইতে সূচক বেড়েছে ৩২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬৪ পয়েন্ট।  

ডিএসই’র তথ্য মতে, সোমবার ১৫ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার ৯৪৮টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ৩২ লাখ ৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৬০ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৫৮০ কোটি ৭৬ লাখ ৮৬ হাজার টাকার।  
তিন সূচকে নির্ভর ডিএসই’র প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ৩২ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক ৯ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪৮ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টির।

অপর পুঁজিবাজার সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৬৪ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৫ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৬ কোটি ৩৭ লাখ ৭ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৬৮ লাখ ৭ হাজার ৩৮৯ টাকার।

লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।
 
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।