ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, মে ৩০, ২০১৮
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে।

বুধবার (৩০ মে) সকাল ১০টার দিকে সূচকের তেজিভাবের মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। সূচকের পাশাপাশি লেনদেনও বেশ ভালো।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৯ পয়েন্টে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৬ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ৩ কোটি ৮৭ লাখ ৯১ হাজার ১ শ’ ৫২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। লেনদেন হয়েছে ১শ’৬১ কোটি ৭ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ৫০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৩২ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৪২ পয়েন্টে। এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ১৩ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ৫৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টির।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মে ৩০, ২০১৮
এমএফআই/ জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।