ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

একদিন পর ফের পতনবৃত্তে পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, মে ২২, ২০১৮
একদিন পর ফের পতনবৃত্তে পুঁজিবাজার

ঢাকা: একদিন পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ মে) পুঁজিবাজার আবারো দরপতন হয়েছে। দিনভর সূচকের মিশ্র প্রবণতা শেষে এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এর আগে টানা ১৩ কার্যদিবস দরপতনের পর সোমবার (২১ মে) উভয় বাজারে সূচকের উত্থান হয়েছিলো।

রমজানের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দুই বাজারে ব্যাংক, বিমা, প্রকৌশল, অর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে উভয় বাজারে লেনদেন হয়েছে। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২১ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ২৯ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ১০ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৬৯৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৩৮ কোটি ৪১ লাখ ৫৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৬১ কোটি ৮০ লাখ ৯৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৯৫ কোটি ৬৬ লাখ টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২১ দশমিক ৩৯ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৬ দশমিক ২৯ পয়েন্ট কমে এক হাজার ৯৯০ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৫ দশমিক ৬৩ পয়েন্ট কমে এক হাজার ২৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ২৯ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৭১ লাখ ৮১ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১৬ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার টাকার।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
 
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মে ২২, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।