ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দরপতনের প্রতিবাদে রাস্তায় বিনিয়োগকারীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, মে ২০, ২০১৮
দরপতনের প্রতিবাদে রাস্তায় বিনিয়োগকারীরা ডিএসই’র সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

ঢাকা: পুঁজিবাজারে চলমান দরপতনের প্রতিবাদে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনের রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা।
 

রোববার (২০ মে) দুপুর ১টা ৫৫ মিনিটে এই বিক্ষোভ শুরু হয় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ ব্যানারে।
 
এতে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে বিশেষ প্রণোদনা, বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত, অতিরিক্ত প্রিমিয়ামসহ অনুমোদন দেওয়া কোম্পানির আইপিও বাতিলসহ বিভিন্ন দাবি জানানো হয়।


 
১৫ মিনিটব্যাপী বিক্ষোভ শেষ হয় ২টা ১০ মিনিটে। এসময় সংগঠনের সভাপতি মিজানুর রহমান আগামী বুধবার (২৩ মে) ডিএসইর সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, পুঁজিবাজারের ধারাবাহিক দরপতনের প্রতিবাদে বেলা পৌনে ২টার দিকে ক্ষুব্ধ বিনিয়োগকারী ডিএসই’র সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’র (এসইসি) চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন, পদত্যাগও দাবি করেন।
 
উল্লেখ্য, গত ২৬ এপিলের পর থেকে টানা তের কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হয়েছে। এই দরপতনে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম তলানিতে ঠেকেছে। এতে প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা।
 
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মে ২০২, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।