ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, মে ১৪, ২০১৮
সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

ঢাকা: সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে।

সোমববার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়। সকাল সোয়া ১১টা পর্যন্ত এ ধারা অব্যাহত ছিলো।

 

এরপর শেয়ার বিক্রির চাপে সূচক পতন। যা অব্যাহত ছিলো সকাল সাড়ে ১১টা পর্যন্ত। এ সময়ে ডিএসই প্রধান সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৩ পয়েন্টে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১ দশমিক ২ পয়েন্ট কমে ২ হাজার ৭৪ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৩০০ পয়েন্টে দাঁড়িয়েছে।  

এ সময়ে মোট ১ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৭শ’ ২৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭০ কোটি ৪ লাখ ৬৩ হাজার টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে ৬২টির।

ডিএস্ইতে তালিকাভুক্ত বস্ত্র, প্রকৌশল,আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের দাম বেড়েছে। মিশ্র প্রবণতায় লেনদেন হচ্ছে ব্যাংক, বিমা ওষুদ ও রসায়ন খাতসহ বাকি খাতের  কোম্পানিরগুলোর লেনদেন।

তবে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৩৬ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৫৭ পয়েন্টে। এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৭১ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ৬১টির ও অপরিবর্তিত রয়েছে ১৯টির।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।