ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

ঢাকা: সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ এপ্রিল) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

মঙ্গলবারের মতই বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিনের লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিলো সকাল ১১টা ৫২ মিনিট পর্যন্ত।

এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক যা অব্যাহত ছিলো দিনের বাকি লেনদেন পর‌্যন্ত।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ৪৮ পয়েন্ট।  

এর ফলে ডিএসইতে গত বুধ, বৃহস্পতি, রবি এবং সোমবার টানা চার কার্যদিবস পর দুই দিন সূচক কমলো। অন্যদিকে সিএসইতে সূচক কমলো টানা তিন কার্যদিবস পর দুই দিন।

ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ২৩ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার ২৫৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭১০ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৯১ কোটি ৫২ লাখ ৩৮ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৬ দশমিক ৩৪ পয়েন্ট কমে ৫ হাজার ৮৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৪ দশমিক ৭৭ পয়েন্ট কমে ২ হাজার ১৯০ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ৩ দশমকি ১২ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৪৮ দশমিক ৩৭ দাঁড়িয়েছে ১০ হাজার ৮৮৪ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা। এর আগের দিন লেনদনে হয়েছিলো ৪৫ কোটি ২৩ লাখ টাকার।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।