ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ফের দরপতনের ধারায় পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
ফের দরপতনের ধারায় পুঁজিবাজার

ঢাকা: টানা তিন কার্যদিবস উত্থানের পর আবারো দরপতনের ধারায় ফিরছে দেশের পুঁজিবাজার। এরই ধারাবাহিকতায় সোমবার দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২০ মার্চ) দেশের উভয় বাজারে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে বাজার মূলধনও কমেছে।

এদিন শেয়ার বিক্রির চাপে দিনভর সূচকের ওঠানামা শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৬ পয়েন্ট।

ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বেশিরভাগ খাতের শেয়ারের দাম কমেছে। এর আগের দিনও এ খাতগুলোর শেয়ারের দাম কমায় বড় দরপতন হয়েছিলো।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারে ৯ কোটি ২৪ লাখ ৮০ হাজার ৯৭৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে মাত্র ২৪১ কোটি টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫১২ কোটি ৪১ লাখ ৭৩ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৭৫ কোটি ৩৭ হাজার টাকা।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪ দশমিক ৮৫ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট কমে ২ হাজার ১০২ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ৩ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।
 
অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৫ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১০ হাজার ৫৩৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৫১ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৬টির,কমেছে ১২৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।