ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সাউথ ইস্ট ব্যাংকের ৫শ’ কোটি টাকার বন্ড অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
সাউথ ইস্ট ব্যাংকের ৫শ’ কোটি টাকার বন্ড অনুমোদন

ঢাকা: সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (০৭ মার্চ) কমিশনের ৬৩৩তম সভায় কোম্পানিটিকে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে কমিশনের নিবার্হী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার নন কনভারটেবল ফ্লটিং রেইট সাবঅর্ডিনেট বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। যার মেয়াদ সাত বছর। এর বৈশিষ্ট্য হলো- নন কনভারটেবল, সম্পূর্ণ অবসায়নযোগ্য, সাব-অর্ডিনেটেড বন্ড।  

বন্ডটি শুধুমাত্র ব্যাংক, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, করপোরেট বডি, মিউচ্যুয়াল ফান্ড এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীরা কিনতে পারবেন। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেনা যাবে। এ বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি টায়ার টু ক্যাপিটালের শর্ত পূরণ করবে। বন্ডটির অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।