ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

কমেছে সূচক বেড়েছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
কমেছে সূচক বেড়েছে লেনদেন ডিএসই-সিএসই লোগো

ঢাকা: সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যদিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২০ পয়েন্ট।

তবে তার আগের দিন উভয় বাজারে বড় ধরনের উত্থান হয়েছিলো।

এর ফলে টানা দুই কার্যদিবস সূচকের উত্থানের পর উভয় বাজারে দরপতন হলো। সূচকের পাশাপাশি এদিন কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। তবে বেড়েছে লেনদেন।

ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারে ১২ কোটি ২২ লাখ ৮০ হাজার ৭৮৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪৮৬ কোটি ৬৩ লাখ ৬২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫৫ কোটি ৪৫ লাখ ১৮ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩০০ কোটি ৬৪ লাখ ২৫ লাখ টাকার।
 
ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৬ হাজার ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১১ দশমিক ৭৮ পয়েন্ট কমে ২ হাজার ২৪৪ পয়েন্টে এবং শরীয়াহ্সূচক ৭ দশমিক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৪০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২০ দশমিক ১৩ পয়েন্ট কমে ১১ হাজার ৩৪৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০কোটি ২ লাখ ৯৯ হাজার টাকা।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।