ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ভিআইপিবি গ্রোথ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
ভিআইপিবি গ্রোথ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

ঢাকা: ভিআইপিবি গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশসিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) কমিশনের ৬২৮তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের কমিশন সভায় বে-মেয়াদী ভিআইপিবি গ্রোথ ফান্ডটির প্রসপেক্টাসের অনুমোদন দেওয়া হয়েছে।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২০ কোটি টাকা। এরমধ্যে উদ্যোক্তাদের অংশ ২ কোটি টাকা। বাকি ১৮ কোটি টাকা সব বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। যা ইউনিট বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হবে। যার প্রতিটি ইউনিট অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট। আর ফান্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও কাস্টডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এমফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।