ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

অবশেষে পুঁজিবাজারে উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
অবশেষে পুঁজিবাজারে উত্থান

ঢাকা: টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর সূচকের উত্থানের মধ্যদিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে কমেছে লেনদেনের পারিমাণ।

এ দিন ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৭৯ পয়েন্ট। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচক বেড়েছে ১৪৯ পয়েন্ট।

এর আগের গত ২৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণার পর দিনথেকে সোমবার (০৫ ফেব্রুয়ারি) পর্যন্ত টানা পাঁচ কার্যদিবস সূচকের হয়েছে। এ দিনগুলোতে সূচকের পাশাপাশি কমেছিলো বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। এতে বিনিয়োগকারীরা অতিষ্ঠ হয়ে রাজপথে বিক্ষোভ করেছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে সোমবার পুঁজিবাজারের দরপতন ঠেকাতে জরুরি বৈঠক আহ্বান করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। এ বৈঠকে যে কোনো মূল্যে মার্কেটকে সাপোর্ট দেওয়ার আহ্বান জানান। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দেশের উভয় বাজারে ব্যাপক উত্থান হয়েছে।

ডিএসইর তথ্য মতে, এদিন বাজারে ৮ কোটি ২৭ লাখ ৭১ হাজার ৫১১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩২২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪০ কোটি ৪২ লাখ ৮১ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৯০ লাখ ৮৫হাজার টাকার

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২৪ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯১ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ৮ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭৬টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৪৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১০২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৯ কোটি ৮৬ লাখ ৯২ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১৬ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার ৭৯০ টাকার।

এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।