ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার 

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১০২ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে বুধবার দরপতনের পর বৃহস্পতি, রোববার এবং সোমবার টানা তিন কার্যদিবস সূচক বাড়লো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সোমবার ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং প্রকৌশল খাতসহ বেশিরভাগ খাতের শেয়ারের দাম বাড়ায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্যমতে, এদিন বাজারে ১০ কোটি ৩ হাজার ৭১২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫০২ কোটি ৪২ লাখ ৪৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৪৪ কোটি ৩৫ লাখ ১ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫৮ কোটি ৯৬ লাখ ৭ হাজার টাকা।  

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৭ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২৫ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৮৫ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ১৮ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১০২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৪৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৭ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৪ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ২৭৮ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৮১টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এমএফআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।