ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ পার

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৯ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। তবে কমেছে লেনদেনের পরিমাণ। এর ফলে বুধবার দরপতনের পর বৃহস্পতিবার উভয় বাজারে উত্থান হয়েছে। তবে তার আগের দিনও উভয় বাজার ঊর্ধ্বমুখী ছিলো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গ্রামীণফোন, স্কায়ার ফার্মাসহ বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বৃহস্পতিবার দেশের উভয় বাজারে সূচক বেড়েছে। এদিন ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ খাতের শেয়ার মিশ্রপ্রবণতার মধ্যদিয়ে লেনদেন হয়।

ডিএসইর তথ্য মতে, বাজারে ৮ কোটি ৯২ লাখ ৩৬ হাজার ৬৭১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩৫৮ কোটি ৯৬ লাখ ৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৯১ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৮৮ কোটি ৭০ লাখ ৩২ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১২২ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৪ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ১১ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৯১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ২৭৮টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৭ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৬৮৮টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৮ কোটি ৫৫ লাখ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১০৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।