ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বড় দরপতনে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
বড় দরপতনে সপ্তাহ শুরু

ঢাকা: এক কার্যদিবস পর সূচকের নিন্মমুখী প্রবণতার মধ্য দিয়ে আবারও দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন উভয় পুঁজিবাজারে ব্যাপক সূচক পতন হয়েছে।
 

লেনদেন শেষে রোববার (১৪ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১১১ পয়েন্ট।


 
এর আগে গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ডিএসইতে সূচক বেড়েছিলো। তবে তার আগে ডিএসইতে টানা পাঁচ কার্যদিবস সূচক পতন হয়েছিলো। অন্যদিকে সিএসইতে টানা সাত কার্যদিবস সূচক পতন হলো।
 
এদিন সূচকের পাশাপাশি উভয় বাজারে কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। ব্যাংক, বিমা ও আর্থিক খাতসহ বেশির ভাগ খাতের কোম্পানির শেয়ারের দাম কমায় এ সূচক পতন।

ডিএসই’র তথ্য মতে, বাজারে ৯ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার ৪৪৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩২৮ কোটি ৮০ লাখ ৮৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৮১ কোটি ৫১ লাখ ৩৯ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৩৯ কোটি ৩০ লাখ ৯ হাজার টাকা।  
 
তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬১ দশমিক ৪২ পয়েন্ট কমে ৬ হাজার ১১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৭ দশমিক ৭৪ পয়েন্ট কমে ২ হাজার ২৪২ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৭ দশমিক ২১ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ২৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১১১ দশমিক ৯১ পয়েন্ট কমে ১১ হাজার ৪২৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার ৮০৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২০ কোটি ৯২ লাখ ২০ হাজার ৪৩৯ টাকার।  
 
সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ১৭৫টির ও অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।