ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দরপতনে সপ্তাহ পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
দরপতনে সপ্তাহ পার

ঢাকা: সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদনে হয়েছে। দিনভর সূচক পতন শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৩ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩২ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

 

এর ফলে চলতি সপ্তাহের সোম ও মঙ্গলবার টানা দুই কার‌্যদিবস সূচক বৃদ্ধির পর বুধ ও বৃহস্পতিবার টানা দুই কার‌্যদিবস দরপতন হলো।

ডিএসই’র তথ্য মতে, বৃহস্পতিবার বাজারে ১০ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৬২৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩৬৭ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার টাকা।  

এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫১১ কোটি ৫৯ লাখ ২৬ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৬৫ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫৫ কোটি ৩০ লাখ ৩৪ হাজার।

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৩ দশমিক ৬৯ পয়েন্ট কমে ৬ হাজার ১৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে প্রধান সূচক কমলেও ডিএস-৩০ মূল্যসূচক  দশমিক ০২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ১ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৭৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩২ দশমিক ৯২ পয়েন্ট কমে ১১ হাজার ৫৫৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৩ লাখ ৭২ হাজার ৪১১টাকা।  

আগের দিন লেনদেন হয়েছিলো ৪৩ কোটি ৯৩ লাখ ১২ হাজার ১১২টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩০ কোটি ৭২লাখ ৯৭ হাজার ৩৮৯ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৭২০ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।