ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

ঢাকা: সপ্তাহের তৃত্বীয় কার্যদিবস বুধবার (০৪ অক্টোবর) দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। দিনভর সূচেকর ওঠা-নামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৬ পয়েন্ট।

অপর পঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে ৬৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি এদিন লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

এর ফলে টানা দুই কার্যদিবস সূচক বাড়লো বাজারে।  
 
ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ২৮ কোটি ৯৪ লাখ ৪ হাজার ২১৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৮৮৪ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার টাকায়। এর আগের দিন লেনদেন হয় ৮০১ কোটি ২৩ লাখ ৯৯ হাজার টাকা।
 
তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৮ দশমিক ৭৮ পয়েন্টে বেড়ে ২ হাজার ১৯০ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ সূচক ২ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৪ তে দাঁড়িয়েছে।
 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮০ টির, কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৯ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৪৩ পয়েন্টে অবস্থান করছে।  

সিএসইতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৯৫ লাখ ৩১ হাজার ৫৯৯ টাকা।  
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩২ টির, কমেছে ৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
এমএফআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।