ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের লটারির ড্র বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের লটারির ড্র বৃহস্পতিবার

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে যাওয়া ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেডের আবেদনের লটারির ড্র বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির সিএফও ইকরামুল ইসলাম বাংলানিউজকে জানান, আইপিও’র অনুমোদন পাওয়ার পর নিয়ম অনুসারে কোম্পানির শেয়ারের আবেদনের সময় শেষ হয়েছে। এতে চাহিদার তুলনায় ৪১ দশমিক ৪৭ শতাংশ বেশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর আবেদন জমা পড়েছে।

দেড় কোটি শেয়ারের বিপরীতে প্রায় ৬.২৩ কোটি আবেদন জমা দিয়েছেন বিনিয়োগকারীরা।
 
গত ০৯ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৪তম সভায় ওয়াইম্যাক্স ইলেকট্রোডের আইপিও অনুমোদিত হয়। গত ০৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আইপিও’র আবেদন জমা নেওয়া হয়।

আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্যে দেড় কোটি শেয়ার বিক্রি করে কোম্পানিটি ১৫ কোটি টাকা উত্তোলন করছে। উত্তোলিত এ অর্থ মুলধনি যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জামাদি ও কাঁচামাল কেনা এবং আইপিও খাতে ব্যয় করা হবে। ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

২০১৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৩ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়ায় ১৪ টাকা ৮৭ পয়সা।
 
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
এমএফআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।