ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পতনের বৃত্তে পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
পতনের বৃত্তে পুঁজিবাজার

ঢাকা: সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও (২৭ সেপ্টেম্বর) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলো টানা ছয় কার্যদিবস। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমলো সাত কার্যদিবস।

বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন, যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিলো। দিন শেষে ডিএসইতে সূচক কমেছে ২৪ পয়েন্ট, সিএসইতে সূচক কমেছে ৪৩ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক খাতসহ বেশির ভাগ খাতের শেয়ারের দাম কয়েকদিন অস্বাভাবিক হারে বৃদ্ধির পর এখন কমছে। এটাই বাজারের স্বাভাবিক নিয়ম। তাই সূচক পতন হচ্ছে।

ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ২৪ কোটি ৬৩ লাখ ৫ হাজার ৫৯৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭৭৫ কোটি ৩৫ লাখ ২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭১৫ কোটি ২২ লাখ ২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৬৬ কোটি ১৭ লাখ ১৬ হাজার টাকার।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে ৬ হাজার ৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৪ দশমিক ৬৮ পয়েন্টে কমে ২ হাজার ১৭৮ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৫ দশমিক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৩ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১১ হাজার ৪০৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৫৬৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪০ কোটি ৫৩ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ২২৬ টাকার।  

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।