ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সিএসইর সিআরও হলেন শামসুর রহমান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
সিএসইর সিআরও হলেন শামসুর রহমান

ঢাকা: দেশের বৃহত্তম পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) হয়েছেন মো. শামসুর রহমান।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে অনুমোদন দিয়েছে। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের সিআরও একেএম জিয়াউল হাসান খানকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।

শামসুর রহমান ২০১১ সাল থেকে সিএসইতে বিভিন্ন বিভাগে কর্মরত। সবশেষ ২০১৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে তিনি ভারপ্রাপ্ত সিআরও হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি সিএসইর লিস্টিং বিভাগের দায়িত্ব পালন করেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শামসুর রহমান দ্য ইনিস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ফেলো। এর আগে তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের অডিট বিভাগের প্রধান ও ঢাকা সিটি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
 
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭ 
এমএফআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।