ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

কমেছে সূচক ও লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
কমেছে সূচক ও লেনদেন

ঢাকা: দিনভর সূচকের ওঠানামা শেষে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (জুলাই ১৮) দেশের পুঁজিবাজারে সূচক কমেছে। পাশাপাশি কমেছে লেনদেন, বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

এর ফলে দুই কার‌্যদিবস সূচক বৃদ্ধির পর টানা দুই কার‌্যদিবস সোম ও মঙ্গলবার দেশের পুঁজিবাজারে দরপতন হলো।  মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়ে চলে দুপর পৌনে ১২টা পর্যন্ত।

এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিলো।

দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৪৭ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ২৫ কোটি ৯৬ লাখ ৭৪ হাজার ৪৮৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৯৬২ কোটি ২২ লাখ ৯৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১১৪৭ কোটি ৬০ লাখ ৭৯ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১২৬৩ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ১০০৯ কোটি ৩২ লাখ ৫৪ হাজার টাকার।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫ দশমিক ১৬পয়েন্ট কমে ৫ হাজার ৮১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১ দশমিক ২১ পয়েন্টে বেড়ে ২ হাজার ১৩৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ২ দশমিক ০৩ পয়েন্ট কমে ১ হাজার ৩২২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৮ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১০ হাজার ৯১৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৩ লাখ ৪০ হাজার ৩৭৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৩ কোটি ৫১ লাখ ১ হাজার ৯৫ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৪ কোটি ১৪ লাখ ৯৪ হাজার ৫১ টাকার। তারও আগের কার্য দিবসে লেনদেন হয়েছিলো ৫৪ কোটি ৩৪ লাখ ৩ হাজার ৭২০ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১৩৬টির এবং ২৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়:১৫১১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।