ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ঈদ উপলক্ষে তিন কার্যদিবস বন্ধ থাকবে পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জুন ২০, ২০১৭
ঈদ উপলক্ষে তিন কার্যদিবস বন্ধ থাকবে পুঁজিবাজার

ঢাকা: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুই পুঁজিবাজার তিন কার্যদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। তবে, স‍াপ্তাহিক ছুটিসহ মোট পাঁচদিন বন্ধ থাকবে পুঁজিবাজার।

মঙ্গলবার (২০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এবার রোজা ২৯ হলে তিন কার্যদিবস আর ৩০ রোজা সম্পন্ন হলে চার কার্যদিবস পুঁজিবাজারের লেনদেন ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে।

এ বিষয়ে ডিএসইর পরিচাল শাকিল রিজভী বাংলানিউজকে বলেন, সরকারি ছুটি অনুসারে আগামী ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত ডিএসইর লেনদেন ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ২৮ জুন থেকে যথারীতি ডিএসইতে দাফতরিক ও লেনদেন শুরু হবে। তবে, রোজা ৩০টা হলে ২৯ জুন থেকে ডিএসইতে লেনদেন শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এমএফআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।