ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বিনিয়োগকারীদের প্রশিক্ষণ দিচ্ছে শাকিল রিজভী স্টক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, জুন ৫, ২০১৭
বিনিয়োগকারীদের প্রশিক্ষণ দিচ্ছে শাকিল রিজভী স্টক

ঢাকা: গুজবে কান দিয়ে পুঁজিবাজারে প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজার হাজার বিনিয়োগকারী। এসবে করণীয়র পাশাপাশি কোন কোম্পানিতে বিনিয়োগ নিরাপদসহ পুঁজিবাজার সম্পর্কে বিনিয়োগকারী ও ব্রোকার হাউজের ট্রেডারদের প্রশিক্ষণ দিচ্ছে শাকিল রিজভী স্টক লিমিটেড।

রাজধানীর মতিঝিলে মধুমিতা ভবনের অবস্থিত শাকিল রিজভী স্টকে ‘ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয় রোববার (০৪ জুন)। পাঁচ দিনব্যাপী কর্মশালা চলবে আগামী বৃহস্পতিবার (০৮ জুন) পর্যন্ত।


 
প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে মোট ৬০ জন অংশগ্রহণ করছেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ফিন্টিলেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামনূন বিন জাফর।

শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, বিনিয়োগকারীরা যেন পুঁজিবাজারের ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন সে লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা পুঁজিবাজারের ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল বিষয়ে ভালো জ্ঞান অর্জন করতে পারবেন। এতে তারা গুজবের প্রতারণা থেকে রক্ষা পাবেন বলে বিশ্বাস তার।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।