ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টানা ষষ্ঠ কার্যদিবস পুঁজিবাজারে পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
টানা ষষ্ঠ কার্যদিবস পুঁজিবাজারে পতন

ঢাকা: সূচকের নিন্মমুখী প্রবণতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ এপ্রিল) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। 

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৭ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬৬ পয়েন্ট।

এর ফলে টানা ছয় কার্যদিবস সূচক পতন হলো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বেশ কিছুদিন সূচক বাড়ার পর ব্যাংক খাতের বেশির ভাগ কোম্পানির আগের বছরের চেয়ে কম লভ্যাংশ ঘোষণার কারণে পুঁজিবাজারে দরপতন হচ্ছে।

তবে এ অবস্থায় ধৈয্য হারিয়ে শেয়ার বিক্রি না করার অনুরোধ জানিয়েছেন ডিএসইর শেয়ার হোল্ডার পরিচালক শাকিল রিজভী।  

তিনি বাংলানিউজকে বলেন, সূচক পতনের কারণে অনেক বিনিয়োগকারী আস্থা হারিয়ে শেয়ার বিক্রি করছেন, এটা ঠিক নয়। ধৈয্য ধারণ করে বিনিয়োগ করলে পুঁজিবাজারে মুনাফা হবে বলে মনে করেন তিনি।

ডিএসই’র তথ্য মতে, বুধবার ডিএসইতে ২২ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৫৩৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭১৪ কোটি ৫৪ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৮২ কোটি ৬২ লাখ ৩৬ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিল ৭২২ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭ দশমিক ০৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ১৪ দশমিক ০৯ পয়েন্ট কমে ২ হাজার ৯৩ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ১ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১ হাজার ২৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২০টি, কমেছে ১৭০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৬ দশমিক ৬০ পয়েন্ট কমে ১০ হাজার ৬০৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ২৫ লাখ ১৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ৫৪ কোটি ৪৯ লাখ ১৩ হাজার ৬১৪ টাকা।  
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৭টি, কমেছে ১১৫টি এবং ৩৫টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।