ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার

আগের দিনের ধারবাহিকতায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ নভেম্বর) দেশের উভয় বাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম। তবে কমেছে লেনদেন।

ঢাকা: আগের দিনের ধারবাহিকতায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ নভেম্বর) দেশের উভয় বাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম।

তবে কমেছে লেনদেন।  

এর ফলে টানা দুই কার্যদিবস সূচক বাড়লো। তার আগের দুই কার্যদিবস সূচক পতন হয়েছে।

মঙ্গলবারের মতোই দিনভর সূচকের ওঠানামা শেষে বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট।

এদিন ডিএসইতে মোট ১৮ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ৭০১টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ৬০৭ কোটি ১৫ লাখ ৫৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৪৬ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার।  

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার।
 
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৫৮.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ১৪০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪০ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ৫৭০ টাকা।  

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ৪২টির, অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।