ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সপ্তাহের দ্বিতীয় দিনে সূচকের পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
সপ্তাহের দ্বিতীয় দিনে সূচকের পতন

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেনের পর দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ অক্টোবর) পুঁজিবাজারে দরপতন হয়েছে। উভয় বাজারে কমেছে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

পাশাপাশি কমেছে বাজার মূলধনও।

দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৭ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৬৫ পয়েন্ট কমেছে।

তার আগে টানা দুই কার্যদিবস বৃহস্পতিবার ও রোববার ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। ফলে বাজারের পরিস্থিতিকে মূল্যসংশোধন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

সোমববার ডিএসইতে লেনদেন হওয়া ৩২২ কোম্পানির ১৬ কোটি ১৯ লাখ ৯৭ হাজার ৪৪৯টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৪৫৬ কোটি ৭১ লাখ ৫৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮৩ কোটি ৮৩ লাখ ৩১ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪০৭ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৬.৬৭ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯২.৯৪ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ১০.১৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৪.৬২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৭.২০ পয়েন্ট কমে ১ হাজার ১১৬.০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৪.৭৯ পয়েন্ট কমে ৮ হাজার ৭৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৩৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩১ কোটি ২১ লাখ ৪৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২০ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৯৮২ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৪১টির, অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
এমএফআই/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।