ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক পতনে লেনদেন শেষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
সূচক পতনে লেনদেন শেষ

ঢাকা: দিনভর কয়েক দফা ওঠা-নামার পর মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ার শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবারের (২৩ ডিসেম্বর) লেনদেন শেষ হয়েছে।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৮ পয়েন্টে অবস্থান করছে।

কমেছে অপর দু’টি সূচকও। এরমধ্যে ডিএসই-৩০ সূচকটি ৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৪০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০২ পয়েন্টে।
 
মূল্য সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনশেষে লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ৩৮ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১৩১ কোটি ৮৭ লাখ টাকা কম। এ বাজারটিতে লেনদেন হওয়া ১৩৮টি প্রতিষ্ঠানের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। এর বিপরীতে কমেছে ১৩৯টি এবং অপরিবর্তিত আছে ৪৫টি।
 
অপর শেয়ারবাজার সিএসইতে সিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৮ হাজার ৫১০ পয়েন্টে অবস্থান করছে। কমেছে অন্য সূচকগুলোও। এরমধ্যে সিএসই-৫০ কমেছে ১ পয়েন্ট, সিএসই-৩০ কমেছে ৩ পয়েন্ট, সিএএসপিআই কমেছে ৯ পয়েন্ট এবং সিএসআই কমেছে ১ পয়েন্ট।
 
এ বাজারটিতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৭৫ লাখ টাকা। লেনদেন হওয়া ৯৫টি প্রতিষ্ঠানটির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। এর বিপরীতে কমেছে ১০৮টি এবং অপরিবর্তিত আছে ৩০টি।
 
বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে যায়।
 
এরপরই নিম্নমুখী হতে থাকে সূচক। বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে যায়। ১০টা ৫০ মিনিটে কমে ৬ পয়েন্ট। বেলা ১১টায় কমে ১৩ পয়েন্ট। ১১টা ১০ মিনিটে কমে ১২ পয়েন্ট।
 
এরপর আবার ঊর্ধ্বমুখী হতে থাকে সূচক। বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে যায়। ১১টা ২৫ মিনিটে বাড়ে ৫ পয়েন্ট। বেলা ১১টা ৪৫ মিনিটে কমে ১ পয়েন্ট। সূচকের টানা নিম্নমুখিতা অব্যহত থাকায় দুপুর ১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে যায়। দুপুর ২টায় কমে ১০ পয়েন্ট।
 
এরপর কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে দুপুর ২টা ২৮ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু শেষ মিনিটের লেনদেনে ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়।
 
এদিন লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- তিতাস গ্যাস, বেক্সিমকো, এমারেল্ড অয়েল, এসিআই, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ার, কাশেম ড্রাইসেল, কেডিএস, আফতাব অটোস ও ইউসিবি।
 
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।