ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

প্রথম ঘণ্টায় ডিএসইতে ১২০ কোটি টাকার লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
প্রথম ঘণ্টায় ডিএসইতে ১২০ কোটি টাকার লেনদেন

ঢাকা: মূল্য সূচকের উঠা-নামার মধ্য দিয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।
 
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৯ ডিসেম্বর) প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৪ পয়েন্ট।

আর সিএসইতে সিএসইএক্স সূচক দশমিক ০২ পয়েন্ট।
 
ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ১২০ কোটি টাকা। লেনদেন হওয়া ১২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ৯৬টির এবং অপরিবর্তীত আছে ৬৫টি।
 
অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি টাকা। লেনদেন হওয়া ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড’র দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ৬৫টির এবং অপরিবর্তীত রয়েছে ৩৫টি।
 
বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪০ মিনিটে বাড়ে ১৬ পয়েন্ট।
 
এরপর নিম্নমুখী হতে থাকে সূচক। বেলা ১০টা ৫৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট পড়ে যায়। বেলা ১১ টায় ডিএসইএক্স সূচক কমে ১ পয়েন্ট।
 
এরপর আবার ঊর্ধ্বমুখী হয় সূচক। বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট। বেলা ১১টা ২০ মিনিটে বাড়ে ১১ পয়েন্ট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০২ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৮ পয়েন্টে অবস্থান করছে।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- আফতাব আটোস, বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেল, ডেল্টা লাইফ, কেয়া কসমেটিক, বিএসআরএম স্টিল, অ্যাপেক্স ট্যানারী, স্কয়ার ফার্মা, কেডিএস ও এমআই সিমেন্ট।
 
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এএসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।