ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বিনিয়োগকারীদের আস্থা অর্জনে কাজ করবে সিএসই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
বিনিয়োগকারীদের আস্থা অর্জনে কাজ করবে সিএসই

ঢাকা: প্রাতিষ্ঠানিক ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা অর্জনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়ালি-উল-মারুফ মতিন। একই সঙ্গে বিনিয়োগকারীদের যেকোনো অভিযোগ, অসুবিধা দেখে দ্রুততার সঙ্গে সমাধান করারও আশ্বাসও দেন তিনি।


রোববার (৭ ডিসেম্বর) সিএসইর ঢাকা কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।
 
গত ১ ডিসেম্বর সিএসইর নতুন এমডি হিসেবে যোগদানের পর প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ওয়ালি-উল-মারুফ।
 
তিনি বলেন,‘বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করা ও তাদের যেকোনো অসুবিধা দ্রুততার সঙ্গে সমাধান করাই আমার প্রথম কাজ হবে। তারা কী কী অসুবিধা ও ঝুঁকির সম্মুখীন হন তা শুনে সমাধান দিতে চাই। ’

 সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘বিনিয়োগকারীর বেশে থাকা গেম্বলারের (জুয়ারি) কাছ থেকে কোনো তথ্য নিতেও চাই না, দিতেও চাই না। প্রকৃত বিনিয়োগকারী ক্ষুদ্র বা প্রাতিষ্ঠানিক যেই হোক তাদের কাছে সিএসই পৌঁছাবে। ’
 
তিনি বলেন, ‘কীভাবে পৌঁছাবে সে পরিকল্পনা করছি। তথ্য সেল শুধু তথ্য দিয়েই যাবে কোনো কমপ্লেইন শুনবে না তা হতে পারে না। ’ ইনভেস্টরদের জন্য যে প্রোটেকশন ফান্ড রয়েছে সেখান থেকে কোনো অর্থ খরচ হয়নি বলেও জানান তিনি।
 
তিনি আরও বলেন,‘ শেয়ারবাজারে আমরা খুবই ঝুঁকির মধ্যে থাকি যা দেখতে পাই না। সবার ঝুঁকি নেওয়ার ক্ষমতা এক নয়। ’
 
ইনভেস্টররা ঝুঁকি বোঝেন না বলে মানতে নারাজ সিএসইর ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন,‘ এটা তাদের মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। বাজারে প্রোডাক্ট বাড়ানো হলে ঝুঁকি কমে আসবে। ’

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।