ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

একীভূত হলো লাফার্জ সুরমা ও হোলসিম সিমেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৪
একীভূত হলো লাফার্জ সুরমা ও হোলসিম সিমেন্ট

ঢাকা: অবশেষে একীভূত হলো পুঁজিবাজারের তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্ট এবং দেশের অন্যতম সিমেন্ট উৎপাদন কোম্পানি হোলসিম সিমেন্ট কোম্পানি। ইতোমধ্যে কোম্পানি দুটি একীভূতকরণ প্রক্রিয়া অনুমোদন করেছে।


 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
বিশ্বের অন্যতম শীর্ষ সিমেন্ট প্রস্তুতকার ফ্রান্সের লাফার্জ সুরমা এবং সুইজারল্যান্ডভিত্তিক হোলসিম সিমেন্ট কোম্পানি সম্প্রতি একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের ৬৪টি দেশে লাফার্জ সুরমার ও ৭০টি দেশে হোলসিম সিমেন্টের কার্যক্রম রয়েছে। বাংলাদেশেও এই দুটি কোম্পানির কার্যক্রম রয়েছে। এর মধ্যে লাফার্জ সুরমা সিমেন্ট বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত।
 
পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্টের মূল প্রধান শেয়ারহোল্ডার সুরমা হোল্ডিং বিভি লাফার্জ  ও হোলসিম ইন্টারন্যাশনাল ৫০:৫০ ভিত্তিতে একীভুত হয়েছে বলে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।