ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ব্রাক ব্যাংকের রাইট সাবসক্রিপশন শুরু ৪ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
ব্রাক ব্যাংকের রাইট সাবসক্রিপশন শুরু ৪ এপ্রিল

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্রাক ব্যাংকের রাইট শেয়ার সাবসক্রিপশন শুরু হবে আগামী ২০ এপ্রিল থেকে। চলবে আগামী ১৫ মে পর্যন্ত।

এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ফেব্রুয়ারি।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫০৫তম সভায় ব্যাক ব্যাংক কর্তৃপক্ষকে বাজারে রাইট শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহের আবেদন অনুমোদন দেয়।
 
ব্রাক ব্যাংকে বাজারে ২২ কোটি ১৬ লাখ ৫২ হাজার ২৮৮টি সাধারণ শেয়ারের বিপরীতে ২‍ঃ১ আর অনুপাতে অর্থাৎ ২টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার নিতে পারবে বিনিয়োগকারীরা। ফেসভ্যালু ১০ টাকার সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
 
রাইট শেয়ারের মাধ্যমে ব্রাক ব্যাংক ৪৪৩ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা সংগ্রহ করবে।
 
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পরিশোধিত মূলধন বাড়াতে ব্রাক ব্যাংক এ অর্থ সংগ্রহ করবে।
 
এ কোম্পানির রাইট ইস্যুর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে ‘এএএ’ কনসালটেন্ট অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যাডভাইজারস লিমিটেড।
 
বাংলাদেশ সময়: ১৭৩০, জানুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।