ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দুই মি. ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৪

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত এমবিএল ফার্স্ট মি. ফান্ড ও এআইবিএল ফার্স্ট মি. ফান্ডের (মি.ফা.) তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।


 
এমবিএল ফার্স্ট মি. ফান্ড: ৩১ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত তৃতীয় প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১৩) এ ফান্ডের নিট মুনাফা হয়েছে ২ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা ও ইউনিট প্রতি আয় হয়েছে ০ দশমিক ২৮ টাকা।
 
গত বছর একই সময়ে এ ফান্ডের লোকসান হয়েছিল ২ কোটি ৫৯ লাখ টাকা ও ইউনিটপ্রতি লোকসান হয়েছিল ০ দশমিক ২৬ টাকা।
 
অন্যদিকে, গত নয় মাসে এ ফান্ডের মোট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা এবং ইউনিট প্রতি আয় হয়েছে ১ দশমিক ১১ টাকা।
 
এআইবিএল ফার্স্ট মি. ফান্ড: ৩১ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত তৃতীয় প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১৩) এ ফান্ডের নিট মুনাফা হয়েছে ১ কোটি ৯ লাখ ১০ হাজার টাকা ও ইউনিট প্রতি আয় ০ দশমিক ১১ টাকা।
 
গত বছর একই সময়ে এ ফান্ডের লোকসান হয়েছিল ২ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকা এবং ইউনিট প্রতি লোকসান হয়েছিল ০ দশমিক ২৩ টাকা।
 
অন্যদিকে, গত নয় মানে এ ফান্ডের মোট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা এবং ইউনিট প্রতি আয় হয়েছে ০ দশমিক ৯৩ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৪
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।