ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বিএসইসির কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
বিএসইসির কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে সংস্থাটির নির্বাহী পরিচালকদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ স্বাক্ষরিত হয়েছে।  

সোমবার (১১ সেপ্টেম্বর) স্বয়ংক্রিয়, টেকসই ও উন্নত পুঁজিবাজার বিনির্মাণের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, প্রথমবারের মতো দেশের দুই শেয়ারবাজার (ডিএসই, সিএসই) ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) এর নির্বাহী প্রধানদের সঙ্গেও বিএসইসি চেয়ারম্যানের কর্মসম্পাদন চুক্তি সই হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান, সব কমিশনার, সব নির্বাহী পরিচালক, ডিএসই ও সিএসইর ব্যবস্থাপনা পরিচালক, বিএএসএমের মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তারাসহ এপিএ কমিটির সব সদস্যরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।