ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

অপার মহিমার রমজান

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়ায় কেরাতের বিশেষ কোর্স

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মে ৩০, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়ায় কেরাতের বিশেষ কোর্স ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়ায় কেরাতের বিশেষ কোর্স

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বড় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শহরের কান্দিপাড়ার জামিয়া ইউনুছিয়া। পবিত্র রমজান মাসে কেরাত ও নুরানি পদ্ধতিতে শিক্ষক প্রশিক্ষণের বিশেষ কোর্স চালু করা হয়েছে।

এই বিশেষ কোর্সে দাওরায়ে হাদিস পাশ করা নবীন আলেম জেলার বিভিন্ন মাদরাসায় কর্মরত শিক্ষকরা অংশ নিয়েছেন।  

এছাড়া মাদরাসার নিয়মিত নুরানি মক্তব বিভাগও চালু রয়েছে।

এসব প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ইফতারের ব্যবস্থা করে মাদরাসা কর্তৃপক্ষ।

জামিয়া ইউনুছিয়ার সিনিয়র শিক্ষক মুফতি আবদুল্লাহ বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।  

মুফতি আবদুল্লাহ আরও জানান, কেরাত ও শিক্ষক প্রশিক্ষণের এই কোর্স পরিচালনার জন্য ভারতের দেওবন্দ থেকে ক্বারী আবদুর রউফ এই মাদরাসায় আসেন। তিনি ১৮ রমজান পর্যন্ত এই মাদ‍রাসায় অবস্থান করবেন।  

জামিয়া ইউনুছিয়া মসজিদের ইমাম মাওলানা আবু বকর জানান, রমজান মাসে পথচারী মুসল্লিসহ সবার জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। মসজিদের নিজস্ব তিনজন পাচক ইফতার সামগ্রী তৈরি করেন। ইফতার সামগ্রীর মধ্যে থাকে ছানা বুট, বেগুনি, আলুর চপ, মুড়ি, খেজুর ও শরবত।  

গোলাম রাব্বানী নামে একজন পাচক জানান, শুধুমাত্র ইফতার নয়, সাহরির খাবারও তারাই প্রস্তুত করেন। সাহরির খাবারে মাদরাসার নুরাণী ও কেরাত বিভাগের শিক্ষার্থীসহ শিক্ষক ও  স্টাফরা অংশ নেন।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ৩০, ২০১৭
এমএইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।