ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অপার মহিমার রমজান

কুমিল্লাজুড়ে ১ হাজার মসজিদে খতমে তারাবি ও ইফতার আয়োজন

ইমতিয়াজ আহমেদ জিতু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মে ২৮, ২০১৭
কুমিল্লাজুড়ে ১ হাজার মসজিদে খতমে তারাবি ও ইফতার আয়োজন শাহ সুজা মসজিদ, কুমিল্লা

কুমিল্লা: পবিত্র মাহে রমজানে কুমিল্লা জেলার প্রায় ১ হাজার মসজিদে খতমে তারাবির নামাজ আদায় ও ইফতার বিতরণের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মহানগরীর প্রায় মসজিদেই ২-৩ জন করে হাফেজ নিয়োগ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি প্রায় মসজিদেই রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হচ্ছে।

তারাবি নামাজ পড়ানোর জন্য হাফেজদের নিয়োগ দিয়েছে মসজিদ কমিটির লোকজন ও পেশ ইমামরা। ২৭ রমজানের মধ্যে এলাকাভিত্তিক মুসল্লিদের কাছ থেকে টাকা উত্তোলন করে হাফেজদের ‘হাদিয়া’ পরিশোধ করা হয়।

এবারও একই পদ্ধতিতে হাদিয়ে পরিশোধ হয়ে থাকবে বলে জানা গেছে। হাদিয়ার পরিমাণ নির্দিষ্ট নেই। একজন হাফেজ সর্বোচ্চ ১ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন ১০ হাজার টাকা পেয়ে থাকেন।  

নগরীর ১৫ নং ওয়ার্ডের জানু মিয়ার মসজিদটি বেশ প্রাচীন। এ মসজিদে প্রায় হাজার খানেক মুসল্লি তারাবির নামাজ আদায় করেন। গতবার এই মসজিদে দু’জন হাফেজ তারাবি পড়ালেও এবার নেওয়া হয়েছে তিনজন হাফেজ। তারাই ভাগ করে ২০ রাকাত তারাবির নামাজ পড়াবেন। প্রতিবারের মতো এবারও জানু মিয়া মসজিদে ইফতারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন প্রায় ৩শ’  মানুষ এ মসজিদে ইফতার খায়। সমাজের লোকজন পর্যায়ক্রমে প্রতিদিন এখানে ইফতারের আয়োজন করে।

৫ শ’ বছরের পুরনো মুঘল আমলের নগরীর শাহ সুজা মসজিদে প্রায় আড়াই হাজার মুসল্লি তারবির নামাজ পড়েন। এখানে তিনজন হাফেজ এবার তারাবি পড়াবেন।

এভাবে জেলাজুড়ে বিভিন্ন মসজিদে তারাবির নামাজ আদায়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাফেজ মো. ইবরাহিম জানান, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস। এ মাসে হাফেজদের একটি ভালো পরীক্ষার সুযোগ সৃষ্টি হয়। এখানে পারিশ্রমিক কোনো বড় বিষয় না। কোরআন তেলাওয়াতের সুযোগ হয় এটিই বড় কথা।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ২৮, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।