ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সিডনিতে ১৪ মণ্ডপে দুর্গাপূজা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
সিডনিতে ১৪ মণ্ডপে দুর্গাপূজা 

সিডনি (অস্ট্রেলিয়া): আগামী মাসেই উদযাপিত হতে চলেছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রীতি অনুসারে আশ্বিন মাসের ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে এর সূচনা হবে। তার ঠিক পাঁচ দিন আগে মহালয়ার মাধ্যমে জানানো হবে দেবীর আগমন বার্তা। 

এরই মাঝে আসন্ন এ পূজা ঘিরে উৎসবের আমেজ দেখা দিয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে। শুধু দেশে নয়, প্রবাসী হিন্দুরাও এখন থেকেই পূজার প্রস্তুতি নিতে শুরু করেছে।

চলছে মণ্ডপের আয়োজন। একই চিত্র অস্ট্রেলিয়ার সিডনি শহরে।  

সিডনি প্রবাসী হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের দুর্গা পূজা ঘিরে শহরে ১৪টি মণ্ডপ বানানো হবে। কিছু সংগঠন তিথি-নক্ষত্র মেনে পূজার ডালি সাজালেও, কেউ কেউ সাপ্তাহিক ছুটির দিন মাথায় রেখে মণ্ডপগুলো সাজাচ্ছে।  

বরাবরের মত এবারও ৪ থেকে ৬ অক্টোবর সিডনির গ্রানভিলে (গ্রানভিল বয়েস হাই স্কুল) দুর্গোৎসবের আয়োজন করেছে বাঙালি হিন্দু এসোসিয়েশন।  

সংগঠনটির সাধারণ সম্পাদক অপু সাহার বলেন, এবারের দুর্গোৎসবে আমরা প্রচলিত রীতিই অনুসরণ করবো। সেই সঙ্গে চেষ্টা করবো বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে।

সিডনিতে দুর্গা প্রতিমা।  ছবি- বাংলানিউজ

এছাড়া ৫ ও ৬ অক্টোবর বাংলাদেশ পূজা এসোসিয়েশন কোগরা এলাকার জেমস কুক বয়েস টেকনোলজি হাই স্কুলে দুর্গা পূজার আয়োজন করেছে। সংগঠনের প্রতিনিধি নিকেশ নাগ বলেন, যেহেতু এ বছর আমাদের সংগঠনটি ২৫ বছর (সিলভার জুবিলি) পালন করতে যাচ্ছে, সেহেতু আমরা চাইবো এবারের দুর্গোৎসব জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করতে।  

এদিকে আরেক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার পূজার ভেন্যু হিসেবে ওয়েন্টওয়ার্ফভিলের রেডগাম সেন্টারকে বেছে নিয়েছে। তাদের পূজার আয়োজন ৫ অক্টোবর। এ সংগঠনের প্রতিনিধি নির্মল চৌধুরী জানান, ‘অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির উত্থান’ এই অনুষঙ্গকে ভিত্তি করে সব জীবের মঙ্গল কামনায় এবারের পূজার আয়োজন করা হচ্ছে।

অন্যদিকে ৩ থেকে ৬ অক্টোবর নিউ সাউথ ওয়েলসের কনকর্ড হাই স্কুলে পূজার আয়োজন করেছে বাঙালি এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস। ৫ অক্টোবর কাম্বারল্যান্ড হাই স্কুলে আছে উত্তরণ ওয়েস্টার্ন সিডনির আয়োজন। ১৩ অক্টোবর ডন মোর কমিউনিটি সেন্টারে রয়েছে দুর্গাপূজা কার্লিংফোর্ড’র আয়োজন। এছাড়া ৬ অক্টবর নবরূপ সিডনির পূজা হবে রকি পয়েন্ট রোড, সান সউসি স্কুলে।  

তিথি-নক্ষত্র অনুসারে ৪ থেকে ৮অক্টোবর গ্লেনফিল্ড কমিউনিটি হলে পূজার আয়োজন রেখেছে আরেক সংগঠন করবে আগমনী অস্ট্রেলিয়া। ভক্ত মন্দির সিডনি ট্রাস্ট এ বছর পূজার আয়োজন করেছে ৭ অক্টোবর নর্থমিড হাই স্কুলে।  

সিডনি উৎসব দুর্গাপূজা তাদের আয়োজন রেখেছে ২৮ সেপ্টম্বর। এটি অনুষ্ঠিত হবে স্ট্রাথফিল্ড গার্লস হাই স্কুলে। ১৯ অক্টোবর স্বাগতমস দুর্গা পূজা অনুষ্ঠিত হবে টর্নটন কমিউনিটি সেন্টার, পেনরিথে। ৬ অক্টোবর বেদান্ত সেন্টার অব সিডনি’র আয়োজনে ১৪৪ এ মার্সডেন রোড, এরমিংটনে। সিডনি কালিবাড়ি দুর্গা পূজা অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর, ৯৭ অ্যাসকুইফ স্ট্রীট, সিলভারওয়াটার এলাকায়।  

এছাড়া সিডনিতে এ বছর শঙ্খনাদ দুর্গা পূজা নামে আরেকটি সংগঠন প্রথমবারের মতো পূজা উদযাপন করতে যাচ্ছে। ৫ থেকে ৮ অক্টোবর তাদের পূজা অনুষ্ঠিত হবে ক্যাম্বেলটাউনের হারলি পার্ক কমিউনিটি হলে। এ সংগঠনের প্রতিনিধি অনুপম দেব বলেন, সম্পূর্ণ রীতিনীতি মেনে আমাদের পূজা অনুষ্ঠিত হবে, যাতে করে নতুন প্রজন্ম দুর্গাপূজার প্রকৃত মাহাত্ম্য উপলব্ধি করতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯  
এসটি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।