ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বাংলাদেশ সমিতি শারজাহ শাখার কার্যালয় উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, মে ৩১, ২০১৯
বাংলাদেশ সমিতি শারজাহ শাখার কার্যালয় উদ্বোধন ....

সংযুক্ত আরব আমিরাতের সরকার অনুমোদিত একমাত্র সামাজিক সংগঠন বাংলাদেশ সমিতির শারজাহ শাখার নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি শারজাহ গোবাইবা এলাকায় নিজস্ব কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল বাশার।

সাধারণ সম্পাদক শাহ মাকসুদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন সমিতির আবুধাবীস্থ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ সভাপতি ইসমাইল গণি, সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার ও যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন তালুকদার।

উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা সিআইপি রাখাল কুমার গোপ, সহ-সভাপতি শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক প্রকোশলী করিমুল হক, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম রূপু, প্রচার সম্পাদক ইমাম হোসেন পারভেজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ৩১, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।