ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বেলজিয়ামে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
বেলজিয়ামে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত বেলজিয়ামের ব্রাসেলসে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

ঢাকা: স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির প্রতিরোধ এবং বাংলাদেশকে একটা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বেলজিয়ামের ব্রাসেলসে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। 

বুধবার (১৭ এপ্রিল) দিবসটি উপলক্ষে বেলজিয়াম আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করে।  

বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হকের সভাপতিত্বে এবং দফতর সম্পাদক রাইসুল ইসলাম রাসেলের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন বেলজিয়াম আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিধান দেব, নিরঞ্জন রায়, জহির খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান খান, প্রচার সম্পাদক আখতারুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে শুরুতেই বেলজিয়াম আওয়ামী লীগের নেতাকর্মীরা সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুজিবনগর সরকারের কাঙ্খিত শোষণহীন, সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিরোধ করতে হবে এবং ধর্মনিরেপক্ষ উন্নত আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এ দিনটি অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।