ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বিপ্লব ও সংহতি দিবস পালন জাপান বিএনপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
বিপ্লব ও সংহতি দিবস পালন জাপান বিএনপির

বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জাপান বিএনপি। রোববার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় স্থানীয় একটি হোটেলে আলোচনা সভা আয়োজন করে বিএনপির জাপান শাখা।

ঢাকা: বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জাপান বিএনপি। রোববার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় স্থানীয় একটি হোটেলে আলোচনা সভা আয়োজন করে বিএনপির জাপান শাখা।


 
জাপান বিএনপির সভাপতি ইলিয়াস মুন্সির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সহ সভাপতি মাহমুদ মুক্তা, শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, তোফাজ্জেল হোসেন, সংগঠনিক সম্পাদক সাত্তার নজরুল প্রমুখ।
 
আলোচনা সভায় ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এজেড/জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।