ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

মিশরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মিশর থেকে ইউ. এইচ. খান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
মিশরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কায়রো, মিশর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিশরে বাংলাদেশ দূতাবাস বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

২১ ফেব্রুয়ারির (রোববার) সকালে দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

তবে মূল অনুষ্ঠান শুরু হয় বিকেল ৫টায়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য ও মাতৃভাষা দিবসের আলোচনা শুরু হয়। আলোচনায় অংশ নেন মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ওয়াহিদুর রহমান, কাউন্সিলর (রাজনৈতিক) মো. শফিকুর রহমান ও প্রথম সচিব (শ্রম) জোবাইদা মান্নান।

এছাড়া বাংলাদেশি কমিউনিটির পক্ষে শ্রমিক, ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ প্রামাণ্য চিত্র প্রর্দশিত হয়। পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ছিল শিশু-কিশোরদের জন্য ছিল বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। সব ভাষা শহীদদের প্রতি বিশেষ দোয়া ও রুহের মাগফেরাত কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।