ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ভিয়েনায় একুশে পালন

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
ভিয়েনায় একুশে পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অসাম্প্রদায়িক চেতনায় নিজেদের শাণিত করে পরম শ্রদ্ধা-ভালবাসায় ভাষাশহীদদের স্মরণ করলেন অস্ট্রিয়া প্রবাসী বাঙালিরা।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্যান এশিয়ায় অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারের বেদীতে শনিবার স্থানীয় সময় রাত ৭টা ১ মিনিটে (বাংলাদেশ সময় একুশের প্রথম প্রহরে) প্রবাসী বাঙালিরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

প্রবাসী বাঙালিদের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পুষ্পাঞ্জলি অর্পণের পর রাত সাড়ে ৭টায় শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

সভায় বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান শ্যামল, বখতিয়ার রানা, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, আওয়ামী লীগ নেতা সিরাজ চৌধুরী, মোহাম্মদ আলী, কমল শেখ হালিম, কামাল পারভেজ, আবু সাইদ শেখ, আলী হোসেন, সবুজ মন্ডল, নাদিম ভূঁইয়া, শাহীন আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, একুশ থেকে পাওয়া সাহস ও শক্তিই ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের অন্যতম হাতিয়ার। সে কারণেই একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশের সংকল্প নিতে হবে। একইসঙ্গে জ্বালাও-পোড়াও, হত্যা বন্ধ ও জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে।

বিপুলসংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে অনুষ্ঠানে অমর একুশ, মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।