ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আনোয়ার হোসেন মামুন, দোহা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
কাতারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাতার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুবদল কাতার শাখা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহায় নাজমা রমনা রেস্টুরেন্টে কেক কেটে এ প্রতিষ্ঠাবাষির্কী উদযাপিত হয়।



এ সময় সংগঠনের সভাপতি শরিফুল হক সাজুর সভাপতিত্বে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কাতার শাখার ভারপ্রাপ্ত সভাপতি পেয়ার মোহাম্মদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কাতার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক, আবু হানিফ মাসুদ, আল্লাউদ্দিন ভুঁইয়া, মো. সালেম, ইকবাল হোসেন মিন্টু, আব্বাস উদ্দিন, ফারুক আহমেদ খান, আমিনুল ইসলাম সুমন, কামাল উদ্দিন, রিয়াজ উদ্দিন, রেযাউল করিম রেজু, রাজীব হাইদার মান্না, নুরুল ইসলাম মুমিন, জাফর আহমেদ লস্কর, আনোয়ার হোসেন সাজু, শামীম চৌধুরী, মেজবাউদ্দিন বাবলা প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি ও দেশ-জাতি এবং মুসলিম উম্মাহ’র সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।