ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জেনেভায় নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রফিকুল ইসলাম আকাশ, জেনেভা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
জেনেভায় নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জেনেভা: সুইজারল্যান্ডের জেনেভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সম্প্রতি জেনেভার স্থানীয় রেস্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন করা হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সুইজ্যারল্যান্ড শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট মানবাধিকার কর্মী রহমান খলিলুরের সভাপতিত্বে বক্তব্য দেন-বঙ্গবন্ধু পরিষদ সুইজ্যারল্যান্ড শাখার সভাপতি শ্যামল খান, বাংলাদেশ ক্লাবের সভাপতি আমজাদ চৌধুরী, প্রাক্তন সভাপতি নজরুল জমাদ্দার, আশরাফুল ইসলাম আজাদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সুইজ্যারল্যান্ড শাখার সহ সভাপতি মশিউর রহমান সুমন, হাসানাত টিপন, আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন, নিজাম উদ্দিন, আশরাফুল আলম লিটন , সুনীল চক্রবর্তী, সসীম বড়ুয়া, মিয়া লিটন ও বাংলাদেশ মাইনোরিটি কাউন্সিলের সভাপতি অরুণ বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।