ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ইন্টারলাকেনে ইয়ুংফ্রাউ ম্যারাথনে দেশের পতাকা নিয়ে দৌড়ালেন শিব শংকর

জার্মানি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
ইন্টারলাকেনে ইয়ুংফ্রাউ ম্যারাথনে দেশের পতাকা নিয়ে দৌড়ালেন শিব শংকর

সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর পর্বতমালা ইন্টারলাকেনে ৭ সেপ্টেম্বর শনিবার বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রায় ৪ হাজার ক্রীড়াবিদদের অংশগ্রহণে অনিন্দ্য সুন্দর দেশ অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ম্যারাথনগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষনীয় ইয়ুংফ্রাউ এই ম্যারাথন। প্রাকৃতিক সৌন্দর্য্যে ৪২.২ কিলোমিটার পাহাড় পর্বত ঘেরা উঁচুনিচু পথ বেয়ে বাংলাদেশের পতাকা হাতে সাফল্যের সঙ্গে ফিনিশিং লাইন শেষ করেছেন শিব শংকর।

এটি তার ব্যাক্তিগত ১৩০তম আন্তর্জাতিক ম্যারাথন।

জার্মানির প্রতিবেশী দেশ সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার অন্যতম একটি উচ্চতম পর্বত হলো ইয়ুংফ্রাউ। যার উচ্চতা চার হাজার মিটারেরও বেশি। ম্যারাথনটি লাউটারব্রুনেন থেকে শুরু করে আইগারগ্লেটশার নামক স্থানে এসে শেষ করতে শিব শংকর সময় নিয়েছেন প্রায় চার ঘণ্টার কাছাকাছি।

দৌড় শেষে শিব শংকর পাল বলেন, বিশ্বের সবচেয়ে অসাধারণ পর্বতমালার একটি এই ইয়ুংফ্রাউ পর্বত। এখানে লাল সবুজের পতাকা হাতে প্রতিবছরই দৌড়াই। ভীষণ ভাল লাগে। এবারো তার ব্যতিক্রম হয়নি। এই আনন্দ দেশের নতুন প্রজন্মের অ্যাথলেটদের দিতে চাই।  

ঢাকার নবাবগঞ্জে জন্ম নেওয়া ৫৯ বছর বয়সী শিব শংকর পাল জার্মানির মিউনিখ শহরের একজন সফল ব্যবসায়ী। তিনি বিশ্বব্যাপী আন্তর্জাতিক ম্যারাথনগুলোতে অংশ নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা তুলে ধরেন। শিব শংকরই একমাত্র বাংলাদেশি যিনি আন্তর্জাতিক নানা ম্যারাথনে শতাধিকবার অংশ নিয়ে গৌরবের সঙ্গে শেষ করেছেন। লক্ষ্য একটাই যে দেশের পতাকা হাতে কমপক্ষে ১৫০ ম্যারাথনের মাইলফলক অর্জন করা।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।