ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লক্ষ্মীপুরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লক্ষ্মীপুরে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপ লাইনের মেরামতের কাজের জন্য এদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

 

সংস্থাটির লক্ষ্মীপুর কার্যালয়ের উপ-ব্যবস্থাপক (বিক্রয়) এসএম জাহিদুল ইসলাম মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, বুধবার গ্যাস পাইপ লাইনের কাজ করা হবে। তাই এদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এরপর সরবরাহ পুনরায় স্বাভাবিক রাখা হবে।  
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।