ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পরিমাপে কারচুপি, সুন্দরগঞ্জে ৩ ফিলিং স্টেশনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
পরিমাপে কারচুপি, সুন্দরগঞ্জে ৩ ফিলিং স্টেশনকে জরিমানা

গাইবান্ধা: পরিমাপে কারচুপির দায়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিনটি ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

শনিবার (২০ আগস্ট) দুপুরের দিকে অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম এ জরিমানা করেন।

এ সময় কৃষি বিপণন অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের কর্মকর্তা (মাঠ ও বাজার পরিদর্শক) শাহ্ মোয়াজ্জেম হোসেন ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

এর মধ্যে 

সহকারী পরিচালক আব্দুস ছালাম জানান, পেট্রোল ও ডিজেল বিক্রিতে পরিমাপে কম দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা পৌর শহরের সুন্দরগঞ্জ ফিলিং স্টেশনকে এক লাখ, করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনকে এক লাখ ও উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বামনডাঙ্গা ফিলিং স্টেশনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।