ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে প্রথম ভাসমান বিদ্যুৎকেন্দ্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে প্রথম ভাসমান বিদ্যুৎকেন্দ্র

ঢাকা: রাশিয়ার চুকোতকা অঞ্চলের পেভেক শহরে প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র একাডেমিক লামানোসভ এই গ্রীষ্মেই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে।

প্রকল্পটি বর্তমানে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন করছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন চাউন-বিলবিনো গ্রিডে দুই কোটি ১০ লাখ কিলোওয়াট ঘণ্টা (ইউনিট) বিদ্যুৎ সরবরাহ করেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র একাডেমিক লামানোসভ রোসাটমেরই একটি প্রকল্প। বেশ কয়েকদিন ধরেই এই প্রকল্প বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি চালাচ্ছে। উৎপাদন শুরু করার আগে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে এখানে।

এছাড়া পরবর্তীকালে এই ভাসমান বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ ছাড়াও পেভেক শহরে তাপশক্তি সরবরাহ করবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এসকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।