ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

নান্দাইলে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে কাজ চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
নান্দাইলে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে কাজ চলছে উপজেলার আঁচারগাঁও ইউনিয়নের পুরহরি গ্রামে বিদ্যুতায়ন উদ্বোধন

ময়মনসিংহ: নান্দাইলে শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খাঁন তুহিন।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার আঁচারগাঁও ইউনিয়নের পুরহরি গ্রামে বিদ্যুতায়ন উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।  

সংসদ সদস্য বলেন, উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে বিদ্যুৎ সুবিধা।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই পল্লির ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছিলেন। তিনি তার কথা রেখেছেন। ২০১৮ সালের মধ্যে নান্দাইল উপজেলার প্রতিটি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হবে।

তিনি বলেন, এখন দেশের শতকরা ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। উৎপাদন ব্যয়ের চেয়েও অনেক কম দামে তৃণমূল জনগোষ্ঠী বিদ্যুতের এ সুবিধা পাচ্ছে। এ কারণে বিদ্যুৎ ব্যবহারেও আমাদের সাশ্রয়ী হতে হবে। বিদ্যুতের যাতে কোনো অপচয় না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে।  

কিশোরগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন, নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুখলেছুর রহমান সরকার, জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

স্থানীয় পুরহরি ও শেরপুর পশ্চিম গ্রামে প্রায় ৪ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এ বিদ্যুৎ লাইনের ফলে প্রায় দেড় শতাধিক পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে। এতে খরচ হয়েছে ৬৮ লাখ টাকা বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।